শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকো মাথার লোকটিও দেশমের টেনশন বাড়াবে

news-image

স্পোর্টস ডেস্ক : ছিলেন সহকারী কোচ। এর পর মাঝের সময়টা তাঁর কাটে বিভিন্ন ক্লাবে। বিশ্বকাপের আগে অনেকটা উড়ে এসে জুড়ে বসেছেন ওয়ালিদ রেগরেগুই। এরপর যেন ছবির মতো সব পাল্টে দিলেন। ডাগআউটে পকেটে হাত দিয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকার মতো নন তিনি। পুরো ৯০ মিনিট ফোঁসফাঁস করেই কাটান। এরপর ক্ষণে ক্ষণে বদলান ম্যাচের কৌশল।

সারাক্ষণ বোধ হয় তাঁর মাথায় ঘুরতে থাকে, কাকে নতুন করে কোথায় নামালে কী হবে। মাথায় চুল নেই, অবশ্য নেই বললে ভুলই হবে। কোচদের ফ্যাশনের অংশ হিসেবে অনেকেই চুল ছেঁটে ফেলেন। রেগরেগুইও তেমন বেশভূষার একজন। অনুকরণ করেন এই সময়ে অন্যতম সফল কোচ জিনেদিন জিদানকে। নিজে মরক্কোর পাশাপাশি ফ্রান্সের নাগরিকত্বও নিয়ে রেখেছেন।

এবার সেই ফ্রান্সের সামনে তাঁর দল। অন্য পাশে আরেক জাদরেল কোচ দিদিয়ের দেশম। ম্যাচ রিডিং, স্ট্র্যাটেজি- সবখানেই তিনি নিখুঁত। তবু বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই টেকো মাথার লোকটিই হবে দেশমের টেনশনের অন্যতম কারণ।

যদিও দু’জনের প্ল্যানিং, টেকনিক- সবই ভিন্ন। দেশম কাউন্টারে খেলতে পছন্দ করেন। তাঁর মূল হাতিয়ার গতি। মিডফিল্ডে ভিন্নতা। মাঝেমধ্যে লং বল দিয়ে ফরোয়ার্ডদের রিলিজ করা। মাঝেমধ্যে থ্রু পাস দেওয়া। উইংব্যাকরা ওভারল্যাপ করে ক্রমাগত ক্রস বাড়াবেন। মূল তারকা কিলিয়ান এমবাপ্পের সুবিধা হয়, এমনভাবেই ফরমেশনটা সাজান তিনি। বেশিরভাগ ম্যাচেই ৪-২-৩-১ বা ৪-৩-৩ এমন ফরমেশনে একাদশ নামান।

তাছাড়া দেশম নিজেও দারুণ ফুটবলার ছিলেন। সে জন্য তাঁর ম্যাচ রিডিংও দুর্দান্ত। গ্রুপ পর্বে আন্তোনিও গ্রিজম্যানকে তিনি মাঝমাঠের সঙ্গে আক্রমভাগেও কাজে লাগিয়েছেন। যেহেতু মিডফিল্ড এবার তরুণদের নিয়ে সাজিয়েছেন তিনি, সে জন্য তাদের সঙ্গে আক্রমণ তৈরি করে দিতে গ্রিজম্যানকে ব্যবহার করছেন প্রায় ম্যাচেই। রেগরেগুই সুযোগ সন্ধানী। ওত পেতে রাখেন পরের ডি বপে। সারাক্ষণ প্রতিপক্ষ ভালো খেললেও তাঁর দুঃখ নেই। কারণ একটা সুযোগ পেলেই কাজে লাগিয়ে দেন তাঁর ছাত্ররা। সেটাই তাঁকে এতদূরে নিয়ে এসেছে।