বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা পাগল হয়ে যাইনি: পুতিন

news-image

অনলাইন ডেস্ক : পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়লেও রাশিয়া পাগল হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া কখনোই ‘প্রথমে’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলেও জানিয়েছেন তিনি।

পুতিন জোর দিয়ে বলেন, শুধুমাত্র নিজেরা পারমাণবিক হামলার শিকার হলেই জবাবে রাশিয়া তার গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে।

রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের সভায় বক্তৃতাকালে পুতিন এসব কথা বলেন। এসময় তিনি ইউক্রেন আরও বহুদিন ধরে চলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তার মানে সহসাই রাশিয়া ইউক্রেন থেকে পিছু হটছে না।

মস্কো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘এ ধরনের (পারমাণবিক যুদ্ধের) হুমকি বাড়ছে। আর তা লুকিয়ে রাখা ভুল হবে।’

তবে তিনি বলেন যে, রাশিয়া ‘কোনো অবস্থাতেই’ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এবং পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেবে না।

পুতিন আরও বলেন, আমরা পাগল হয়ে যাইনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। এই অস্ত্র ব্যবহার করে আমরা পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলতে চাইনা।

তাবে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে জানিয়ে, এ নিয়ে গর্ব করেছেন ভ্লাদিমির পুতিন।

অন্য দেশে রাশিয়ার পারমাণবিক বোমা না থাকার বিষয়টি উল্লেখ করেও গর্ব করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশেও নিজেদের পারমাণবিক বোমা মোতায়েন করে রাশিয়ার চেয়ে বেশি আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে।

পুতিন বলেন, ‘অন্য কোনো দেশের ভূখণ্ডে আমাদের কৌশলগত বা কোনো পারমাণবিক অস্ত্র নেই, অথচ, আমেরিকানদের আছে- তুরস্কে এবং অন্যান্য ইউরোপীয় দেশে।’

পুতিন এর আগেও কয়েকবার বলেছেন, রাশিয়ার পারমাণবিক বোমা শুধু আত্মরক্ষার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন শনিবার

পি কে হালদারের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিচ্ছে দুদক

কেমন ছিল জিম্মিদশার দিনগুলো, জানালেন জাহাজের ক্যাপ্টেন রশিদ

ইসরায়েলে ড্রোন হামলা হিজবুল্লাহর, ১৪ সেনাসদস্য আহত

হাথুরুকে নিয়ে ধোঁয়াশা নেই, ২১ এপ্রিল রাতে ফিরছেন ঢাকায়

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাওতাবাজি : আমীর খসরু

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

পশ্চিমবঙ্গে ৪৬ ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা

গুলশানে চুলোচুলি করা সেই ৩ নারী গ্রেপ্তার

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর