শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘মাথা ঠান্ডা রাখতে হবে যেনো বদনাম না হয়’, নেতাকর্মীদের কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির গণসমাবেশ ঘিরে দেশে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা সরকারি দল, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের যেনো কোনো বদনাম না হয় আক্রমণকারী হিসেবে।’

আজ বৃহস্পতিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভাতৃপ্রতীম সংগঠন, সহযোগী সংগঠন ও মহানগর আওয়ামী সঙ্গে আলোচনাকালে মন্ত্রী এ পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আগুন সন্ত্রাস বিএনপি শুরু করে দিয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে তারা জঙ্গিদের মাঠে নামিয়েছে। লাশ ফেলার দুরভিসন্ধি তারা গতকাল কার্যকর করেছে। তারা পুলিশের উপর হামলা করেছে। দেশের মানুষ আতঙ্কে আছে। ’

মন্ত্রী বলেন, ‘পুলিশ রাস্তায় পড়ে ছিল সেই ছবি মিডিয়া দেখায়নি। তারা বিআরটিসি বাস পুড়িয়েছে। সরকারি গাড়ি পুড়িয়ে ফেলবে সেই ছবি মিডিয়া দেখাবে না- এই দুর্বব্যহার কেন করা হচ্ছে? মিডিয়ার একটি অংশ কেন একটি পক্ষ নিচ্ছে? এটা আমার অভিযোগ।’

কক্সবাজারে এত বড় সমাবেশ, মিডিয়া ঠিকভাবে দেখায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মিডিয়ার কাছে আমরা প্রত্যাশা করি তারা যা দেখবে তাই দেখাবে। আমরা সত্যকে তুলে ধরার আহ্বান জানাই। ’

তিনি আরও বলেন, ‘ বিএনপিকে রাস্তা বন্ধ করে সমাবেশ আমরা করতে দেব না। আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ মহানগর নাট্যমঞ্চে হবে। জনগণের ভোগান্তি দেওয়া যাবে না।’

লন্ডন থেকে যে ফরমায়েশ আসে মির্জা ফখরুল চাকরি রক্ষার জন্য তা করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সব বিভাগ, জেলা, উপজেলা, থানা, ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবে। আক্রমণ আমরা করব না, তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের বিদেশি বন্ধুরা একতরফা কথা বলবে, এটা কূটনৈতিক শিষ্টাচার নয়। ’

‘বিশ্ব সংকটময় পরিস্থিতিতে শেখ হাসিনা ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে বিএনপি সরকার হটানোর চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তির হাতে আমরা দেশকে তুলে দিতে পারি না এটা আমাদের শপথ’, যোগ করেন ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা