শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম সিরিজের ফাইনাল খেলা ১০ ডিসেম্বর: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রথম সিরিজের ফাইনাল খেলা ১০ ডিসেম্বর। দ্বিতীয় সিরিজের খেলা ১০ ডিসেম্বরের পর আপনাদের জানিয়ে দেব। খামাখা আগ বাড়িয়ে পা লাগাইয়েন না।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বের চন্দ্র রায়। ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচন আজ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে বিএনপি অতি উৎসাহী হবে না, মাথানতও করবে না।’

আওয়ামী লীগের উদ্দেশে করে গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আপনাদের বাহিনী দিয়ে আমাদের সাধারণ সভাকে অসাধারণ করে দিয়েছেন।’

গয়েশ্বর বলেন, ‘এটা যদি খেলা হয়ে থাকে তাহলে নয়টি খেলা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আগামী ১০ ডিসেম্বরও আমরা সফল হব। প্রথম খেলা চট্টগ্রামে হেরে গেলেন, এরপর ময়মনসিংহ, খুলনায় রাত ১২টায় জনসভা শুরু করি। সাধারণ একটা জনসভায় এত বাধা। নয়টা খেলায়ই সব দিয়ে চেষ্টা করলেন কিন্তু তারা পরাস্ত হলেন।’

বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখান থেকে ১০ তারিখে মানুষ ঢাকায় আসবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা কোনো সন্ত্রাস নৈরাজ্য করব না। কিন্তু সরকার করবে। তাদের দলগুলো ভাগ করে নিচ্ছে কে কোন অপকর্ম করবে। নয়টা জেলায় বাস বন্ধ করল কিন্তু ঢাকায় করল না। কারণ রাস্তায় রাস্তায় বাস থামাবে, চেক করবে। সময় নেবে। সাদা পোশাকে পুলিশিই হয়তো ওই বাসে, গাড়িতে আগুন দেবে। আর সরকার বলবে বিএনপি আগুন সন্ত্রাস সৃষ্টি করছে।’

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের