আবাহনীকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল
অনলাইন ডেস্ক : আবাহনী লিমিটেডের বিপক্ষে দারুণ এক জয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্র।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে দারুণ এক জয় পায় শেখ রাসেল। জয়ী দলের পক্ষে একটি করে গোল করেছেন চার্লস দিদিয়ের, এমফন উদোহ ও তিমুর তালিপোভ। আবাহনীর হয়ে গোল দুটি করেন পিটা নোরাহ ও দানিয়েল কলিন্দ্রেস।
আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। ৫ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।