দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
অনলাইন ডেস্ক : পূর্বাঞ্চলীয় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা এই তথ্য জানান। আজ বুধবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাখমুত শহরে দুইজন, দ্রোবীশেভে দুইজন এবং প্রতিবেশী শহর লিম্যানে একজন নিহত হয়েছেন।
এ ছাড়া রুশ বাহিনীর হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানান কিরিলেঙ্কো। বাখমুতে রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ২৮০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘার আরও বেড়েছে।