বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে বিআরটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে।

গতকাল ২৯ নভেম্বর বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের জন্য এক বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এই করিডরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।