অবশেষে সিনেমায় নিশো
বিনোদন প্রতিবেদক : নাটক, টেলিছবি আর ওয়েব সিরিজ দাপিয়ে বেড়ানোর পর এবার সিনেমায় নাম লিখাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় তার পথচলা শুরু হচ্ছে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন এই অভিনেতা ও নির্মাতা।
জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এর ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে এখন ঘোষণটি আসবে ১২ ডিসেম্বর। আর সিনেমায় নিশোর নায়িকা হিসেবে তমা মির্জা কথা ভাবা হচ্ছে।
শুটিংয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই নিজেকে প্রস্তুত করছেন নিশো। আর এ কারণে আপাতত নাটকের কাজে কিছুটা কম সময় দিচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে।