শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাসাঁতে স্ত্রীকে ‘খুন’

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম চরে বকুল বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকায় জমির মালিকানা বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামী বাচ্চু মেলকার এমনটা করেছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় বকুল বেগমের বড় বোন মুকুল বেগমকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত শাজাহান সর্দারের জমি একটি চক্র জালিয়াতি করে জাল দলিল করে। পরে খাস জমি দেখিয়ে সেই জমি দখল করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে দীর্ঘদিন ধরে একটি দেওয়ানী মামলাও চলমান ছিল।

শাহজাহান সর্দারের ছেলে রুবেল সর্দার বলেন, ‘মামলায় পরাজিত হয়ে ২০০৩ সালে বাচ্চু তার বাবা মন্নান মেলকার ও মাকে এ্যাসিড দিয়ে ঝলসে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে উচ্চ আদালতে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় ৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনার পর থেকে নতুন ফন্দি করছে বাচ্চু।’

তিনি আরও জানান, নিজের স্ত্রীকে হত্যার আগে বাচ্চু তার মেয়ে ঈষাকে নিয়ে দুলারহাটে থাকবেন বলে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ভোরে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বাচ্চু। এখন এই ঘটনায় আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

বাচ্চু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী মামলার কাগজপত্র নিয়ে থানায় আসা যাওয়া করত। এ জন্য তাকে আমাদের প্রতিপক্ষ শাজাহান সর্দার ও স্বপনের ছেলেরা হুমকি দিয়ে ভয় দেখাত।’

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।’

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ