শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘৪ বছর বয়সেই’ বাবা হয়েছেন শহর আলী!

news-image

রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নারুয়া গ্রামের বাসিন্দা মো. শহর আলী। তার বয়স ৫৯, আর স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৭০। এ দম্পতির একমাত্র সন্তান স্বপনের বয়স ৫৫ বছর। সে হিসাবে, চার বছর বয়সেই বাবা হয়েছেন শহর আলী! আর স্ত্রী তার চেয়ে ১১ বছরের বড়।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বয়সে এমন গড়মিল হয়েছে শহর আলীর পরিবারে। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছে ওই পরিবারটি।

জানা গেছে, এনআইডি অনুযায়ী মো. শহর আলীর জন্ম ১৯৬৩ সালের ১৮ আগস্ট। তার স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম ১৯৫২ সালের ১৭ মে। এ দম্পতির একমাত্র ছেলে স্বপনের জন্ম হয়েছে ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি। সে অনুযায়ী, বর্তমানে শহর আলীর বয়স ৫৯ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৭০ বছর আর তাদের ছেলে স্বপনের বয়স ৫৫ বছর।

আজ বুধবার সকালে দৈনিক আমাদের সময়কে শহর আলী বলেন, ‘ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ তারা (তথ্য সংগ্রহকারী) ইচ্ছামতো বসিয়েছেন। এ কারণে ভোটার আইডি কার্ড দিয়ে সরকারি বিভিন্ন সহায়তা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার চেয়ে যারা ছোট তারাও বয়স্কভাতা পাচ্ছেন। আর তিনি আইডি কার্ড নিয়ে গেলে বলে আপনার বয়স হয়নি।’

মো. শহর আলী ও তার ছেলে স্বপনের এনআইডি কার্ড

এ ভুক্তভোগী বলেন, ‘আমার চেয়ে একমাত্র ছেলে চার বছরের ছোট। তাহলে কী চার বছরেই বাবা হয়েছিলাম? আবার স্ত্রীর বয়স আমার চেয়েও ১১ বছর বেশি। এখন কী করব?’

অভিযোগ করে শহর আলী বলেন, ‘নির্বাচন অফিসে গেলে তারা সংশোধনীর আবেদন করতে বলেন। কার ভুলে এখন ভুগছি! বিষয়টি তদন্ত করে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে। আবেদন করলে ঠিক করে দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

হোটেলে ভক্তের চিঠি পেয়ে আবেগাপ্লুত দীঘি

একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে : সালাহউদ্দিন

একটি ধর্মভিত্তিক দল নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চাইছে: সেলিমা রহমান

সরকার ফাঁদে পা দিয়েছে, মন্তব্য জামায়াত নেতা তাহেরের

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, অপেক্ষা মুড়িকাটা পেঁয়াজের

সবশেষ যে তথ্য পাওয়া গেল

রাজধানী ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়

আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি: লুৎফুজ্জামান বাবর

ব্র্যাডম্যান, হ্যাডলির পরই শান্ত

কার্যক্রম স্থগিত আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না