কৌশলে লুকিয়ে আছে বলে মেজর জিয়াকে ধরা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছে। তাই তাকে ধরা যাচ্ছে না। তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে। দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশনও পাওয়া যাবে।
বিএনপির সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেখানে ভালো মনে হবে সেখানে অনুমতি দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া এতো বড় জমায়েত রাজধানীতে সম্ভব না।’
২০১২ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া। এরপর তিনি যুক্ত হন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে। পরে যেটির নামকরণ করা হয় আনসার আল ইসলাম। একাধিক হত্যার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই মেজর জিয়া আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান।