রংপুর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডালিয়া
নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া। আজ বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপতিতে আনুষ্ঠানিকভাবে ডালিয়াকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ইতোমধ্যে রসিকের তৃতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর বাছাইয়ের পর ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখের বেশি। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ সিটির ভোটগ্রহণ হবে।
২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে রসিক মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।
আওয়ামী লীগের সাবেক মেয়র ঝন্টু ২০১৮ সালে মারা যান। তার অবর্তমানে ডালিয়াকে প্রার্থী হিসেবে বেছে নিল আওয়ামী লীগ। ৫৯ বছর বয়সী ডালিয়া ২০১৪-১৯ মেয়াদে সংরক্ষিত আসন-৩ (রংপুর) এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছাড়াও দলের রংপুর জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।