থাইল্যান্ডে পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণ, নিহত ১
অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে আজ মঙ্গলবার এক পুলিশ কম্পাউন্ডের ভেতরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
নারাথিওয়াত প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার লেফটেন্যান্ট কর্নেল নিতি সুকসান বলেন, এটা গাড়ি বোমা ছিল, আমরা এলাকাটি পরিস্কার করছি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ওই পুলিশ কম্পাউন্ডের ভেতরে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে গত আগস্টে দেশটির ১৭ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় অন্তত সাত জন আহত হন।