শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে পরিবর্তন আসবে, প্রস্তুতি নিচ্ছে বিএনপি: মিনু

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দেশে পরিবর্তন আসবে। সেই প্রস্তুতিই নিচ্ছে বিএনপি। এজন্য ঢাকার আগে রাজশাহীর গণসমাবেশ হবে স্ট্রাইকিং মিটিং।’ আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কনভেশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে গণসমাবেশের মিডিয়া উপ-কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাবেক মেয়র মিনু বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের জনগণ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছিল। ১৯৮৯ সালে ঢাকার রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এবার রাজপথে আরেকটি বিপ্লব হবে।’

মিনু বলেন, ‘দেশে এখন চাল, ডাল, তেল, চিনিসহ সবকিছুর দামে আগুন। সাধারণ মানুষ বাজারে যেতে পারে না। মন্ত্রী-এমপিরা ৭০ হাজার কোটি টাকা পাচার করেছে। গণতন্ত্র অবরুদ্ধ। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। তাই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে হবে স্ট্রাইকিং মিটিং।’

অনুষ্ঠানে মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজশাহীর সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে। সরকার পরিবহন ও ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিতে পারে। তাই মিডিয়া কাভারেজের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় হাইস্পিডের আন্ডারগ্রাউন্ড ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করা হবে।’

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, গণসমাবেশের মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু ও সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

 

এ জাতীয় আরও খবর