শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আকিজ জুট মিলের হাজারের বেশি শ্রমিককে কাজে আসতে নিষেধ

news-image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলের এক-দেড় হাজার শ্রমিককে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। বাজারে পাটসংকট, অভ্যন্তরীণ বাজারে পাটের দাম বেশি ও বহির্বিশ্বে উৎপাদিত পণ্যের চাহিদা না থাকায় উৎপাদন সীমিত করার কথা বলবে গত প্রায় একমাস ধরে পর্যায়ক্রমে এসব শ্রমিকদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার থেকে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত কয়েকটি বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

আকিজ জুট মিল সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার আকিজ জুট মিলের তিন শিফটে সাত হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তার মধ্যে স্থায়ী শ্রমিক ১ হাজার ২৭০ জন, বাকিরা বদলি শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। রাতের শিফটের এক থেকে দেড় হাজারের মতো শ্রমিককে আপাতত কাজে আসতে নিষেধ করা হয়েছে। তাদের যাতায়াতে ব্যবহৃত বাসগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় একমাস আগে বাদ পড়া মিলের স্পিনিং বিভাগের শ্রমিক তক্কেল আলী বলেন, ‘পাটের অভাবের কথা বলে আমাকেসহ অনেককেই মিলে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। কাজ না থাকায় ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে আছি।’

আকিজ জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘পাটের সংকটের কারণে কর্তৃপক্ষ রাতের শিফট বন্ধ করে দুই হাজারের মতো বদলি শ্রমিকদের আপাতত আসতে নিষেধ করেছে।বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্রমিকদের কাজে নেওয়া হবে।’

আকিজ জুটি মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম বলেন, আকিজ জুট মিলের পণ্য সাধারণত তুরস্কে রপ্তানি করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্ডার কম। তাছাড়া বাজারে গুণগতমানের পাট পাওয়া যাচ্ছে না। আবার দামও বেশি। ফলে লোকসান এড়াতে তিন শিফটে উৎপাদন সচল রাখা সম্ভব না হওয়ায় এখন দুইটি শিফটে কাজ চলছে।’

তিনি বলেন, ‘এক-দেড় হাজার বদলি শ্রমিককে সাময়িক ছুটি দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি ভালো হলে তাদের আবার ডাকা হবে।’

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের