ভারতীয় দলকে ধুয়ে দিলেন মাইকেল ভন
অনলাইন ডেস্ক : ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রাখলেও সেমিফাইনালে থেমেছে ভারতের যাত্রা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রোহিত শর্মার দল। হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দলটির এমন পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
ইংল্যান্ড ম্যাচের পর দ্য টেলিগ্রাফে লেখা নিজের কলামে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে সবচেয়ে কম পারফর্ম করা দল হিসেবে উল্লেখ করেন ভন।
আইসিসির সব টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব আছে ভারতের। তবে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর শিরোপা পায়নি তারা। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০০৭ সালে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত।
ভন তার কলামে লিখেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর থেকে তারা কী করেছে? কিছুই না। সাদা বলের ক্রিকেটে ভারত ইতিহাসের সবচেয়ে আন্ডারপারফর্মিং দল। বিশ্বের প্রতিটি খেলোয়াড় যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যায় তারা বলে যে এটা তাদের খেলার উন্নতি কিভাবে করে কিন্তু ভারত কখনও কি সেটা ডেলিভারি করেছে? তাদের যে প্রতিভা আছে তার জন্য তারা কীভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে তা দেখে আমি হতবাক। তাদের খেলোয়াড় আছে, কিন্তু সঠিক প্রক্রিয়া নেই।’
মাইকেল ভন আরও লিখেছেন, ‘কেউ তাদের সমালোচনা করতে চায় না, কারণ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়িয়ে পড়বেন এবং পণ্ডিতরা ভারতে কাজ হারানোর বিষয়ে উদ্বিগ্ন থাকেন। তবে এটি সরাসরি বলার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘তারা তাদের দুর্দান্ত খেলোয়াড়দের পেছনে লুকিয়ে রাখতে পারে, তবে এটি একটি দলকে সঠিক খেলায় এগিয়ে দেয় না। তাদের বোলিং বিকল্পগুলো খুব কম এবং তাদের স্পিন কৌশলের অভাব রয়েছে।’