বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারদিনকে কারা ‘হত্যা’ করেছে, জানতে চায় পরিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নুর উদ্দিন রানা বলেছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটি হত্যাকাণ্ড। তিনি এ হত্যায় যারা জড়িত তাদের বিচার চান।

মঙ্গলবার দুপুরে বুয়েটের কেন্দ্রীয় মসজিদে নিহত পরিশের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে আমরা শুধু জানতে চাই তার সঙ্গে কী হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের সহযোগিতা চাই। আমাদের দাবি আর যেনো কোনো মায়ের বুক খালি না হয়।

হত্যাকাণ্ড মনে হওয়ার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে পরশের বাবা বলেন, আমার ছেলেটা লেখাপড়ায় অনেক মেধাবী ছিলো। লেখাপড়ার পাশাপাশি ডিবেটিং করতো, গবেষণার কাজে ছিলো, জার্মানিতে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কে বুয়েটের হয়ে অংশ নেয়ার কথা ছিলো তার। পাসপোর্ট করা হয়েছে। ভিসা হয়ে গেছে। এরই মধ্যে এই ঘটনা ঘটে গেলো। আমার সন্তানকে ফিরে পাবো না। বিচারটা চাই।

এটা হত্যাকাণ্ড ছাড়া কিছুই বলার নেই উল্লেখ করে তিনি আরও জানান, পরশের দেহে আঘাতের চিহ্ন আছে। তার পকেটে মোবাইল, মানিব্যাগ, হাত ঘড়িসহ সবই ছিলো। কিছুই নেয়া হয়নি। সব পাওয়া গেছে। আমার কোনো শত্রু আছে বলে মনে করি না। আমি কারও ক্ষতি করিনি।

তিনি বলেন, তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিলো না। এরপরও যদি কিছু পেতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ডিজিটাল বাংলাদেশে তার মুভমেন্ট জানতে চাই। ডিজিটালের মাধ্যমে আমরা জানতে পারবো কার সঙ্গে তার যোগাযোগ ছিলো।

এসময় তিনি জানান, শুক্রবার দুপুরে সে বাসা থেকে বের হয়েছে। তার মাকে পরীক্ষার জন্য গ্রুপ স্ট্যাডি করার কথা বলে বের হয়। পরীক্ষা শেষে শনিবার দুপুরে বাসায় ফিরে খাওয়ার কথা ছিলো। সেই ছেলে আর ফিরে আসলো না। আমরা বিচার চাই।

নিহতের চাচা কে এম মহিউদ্দিন বাবু জানান, বাসা থেকে রামপুরায় বন্ধুদের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে ছিলো। পরের দিন তার পরীক্ষা ছিলো। কিন্তু সেখানে অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি জানানো হয়। তখন ৫ তারিখ রাত ১১টার দিকে পরিবার রামপুরা থানায় গিয়ে জিডি করে। রাত ১০টা পর্যন্ত তার মোবাইল চালু ছিলো।

তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই। তার সঙ্গে কী হয়েছে এটা তদন্তের জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাই। আমার ভাতিজা শুধু পরিবারের না, দেশের সম্পদ ছিলো। সে অত্যান্ত মেধাবী শিক্ষার্থী ছিলো। তার হত্যার বিচার চাই।

বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে নিহত পরশের সহপাঠীরা। এটিকে তারা হত্যাকাণ্ড মনে করছে। তাই এই হত্যায় জড়িতদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন তারা।

এদিকে জানাজা শেষে পরশের মরদেহ ডেমরায় তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান সালাউদ্দিনকে স্কুলে নেয়া হয়েছে। সেখান থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার আগে রামপুর এলাকায় তার এক বান্ধবী আমাত উল্লাহ বুশরাকে বাসায় যাওয়ার জন্য নামিয়ে দেয়। তারপর থেকেই নিখোঁজ হয় ফারদিন। এ ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা পরিবারের। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের ঘটনায় ফারদিনের বাবা রাজধানীর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জেরে ফারদিনকে হত্যা করা হয়েছে।

এদিকে ফারদিন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে- সেই রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ ও র‌্যাব। নিখোঁজ ও পরে মরদেহ উদ্ধারের ঘটনায় ইতোমধ্যে ফারদিনের বন্ধু-বান্ধবিসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ফারদিনের মোবাইল ফোনের লোকেশন চেক করে দেখা গেছে, গতকাল ঢাকার বিভিন্ন স্থানে বিচরণ। তবে তা ফারদিন নাকি তার মোবাইল অন্য কারো কাছে ছিলো তা তদন্ত সাপেক্ষ। ফাদিনের নিখোঁজের ঘটনায় রামপুরা থানায় জিডি করেছেন বাবা। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। মৃত্যু রহস্য উদঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, বুয়েট শিক্ষার্থীর নিখোঁজের খবরে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‌্যাব। মরদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যু রহস্য উদঘাটনে কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম: ফারুকী

ওষুধ নেই, চিকিৎসা থেকে বঞ্চিত কয়েক লাখ মানুষ

স্থগিত কমিটি বহাল দাবি, সিরাজগঞ্জে আজও বন্ধ ট্রেন

রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০৭

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরব কি সত্যিই শক্ত অবস্থানে?

নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার

অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ

বরগুনায় বাসের ধাক্কায় উল্টে গেলো মাহিন্দ্রা, নিহত ৩