রাস উৎসব দেখতে যাওয়া ২৫ পর্যটককে জরিমানা করে ফেরত পাঠাল বন বিভাগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : তীর্থযাত্রীদের সঙ্গে দুবলার চরের রাস উৎসব দেখতে যাওয়ার পথে ২৫ পর্যটককে আটকের পর জরিমানা করে ফেরত পাঠিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে মোংলার সুন্দরবনের নন্দবালা এলাকা দিয়ে দুবলারচরগামী একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটিতে ৩৮ যাত্রী ছিলেন। আটকের পর তাদের জাতীয় পরিচয়পত্র চেক করা হয়। তখন হিন্দু তীর্থযাত্রী ছাড়াও ২৫ পর্যটক পাওয়া যায়। আটকের পর ওই ২৫ পর্যটক হিন্দু বেশে নাস উৎসব দেখতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে সিআর মামলার বিভাগীয় আপস মীমাংসায় মাধ্যমে ওই ২৫ জনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে ফেরত পাঠানো হয়। তাদের সবার বাড়ি সাতক্ষীরার আশাশুনি এলাকায়।
বন বিভাগের এ কর্মকর্তা বলেন, দুবলার চরের রাস উৎসবে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের যাওয়ার অনুমতি রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৫ পর্যটককে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে ফেরত পাঠানো হয়েছে। আর ট্রলারের অপর তীর্থযাত্রীরা বন বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র নিয়ে রাস উৎসবে দুবলায় গেছেন।
উল্লেখ্য, রবিবার থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হওয়া রাস উৎসব মঙ্গলবার ভোরে সমুদ্রে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে। শত বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদ্যাপিত হয়ে আসছে দুবলার চরে।