শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার কাছে বিচার চাই না, রক্তের বদলে রক্ত চাই’

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দিয়েছেন ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম। তিনি বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই। রক্তের বদলে রক্ত চাই।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে নিহতের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে এ কথা বলেন।

খাদিজা বেগম বলেন, ‘আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শকে ভালোবাসতেন, এটা কোনো অন্যায় হতে পারে না।’

গণসমাবেশে আরও বক্তব্য দেন বরিশালের নিখোঁজ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু ও বরিশাল কলেজ ছাত্রদল নেতা মিরাজ খানের মা ফিরোজা বেগম। তিনি তার নিখোঁজ দুই সন্তানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এর আগে, বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

এছাড়া দুপুর ২টার কিছু সময় আগে সমাবেশের মঞ্চে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

বাধার মুখে উত্তরায় বসন্ত উৎসব হয়নি: মানজার চৌধুরী

নতুন গান-স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে সালমার

সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু শনিবার : আদিলুর রহমান

হামলা হলে হাজারো নতুন পরমাণু স্থাপনা বানানো হবে, হুঁশিয়ারি ইরানের

হঠাৎ বেড়েছে মাংসের দাম

আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

আগের দামেই সার পাবেন কৃষকরা

জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ : রিজভী

অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস

রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ, ভ্যালেন্টাইনস ডে প্রত্যাখ্যান

একজন ক্রীড়া অন্তপ্রাণ ব্যক্তিত্ব