বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জওয়ান’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : গল্প চুরির অভিযোগ উঠল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার বিরুদ্ধে। শোনা গেল, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই চুরির অভিযোগ জানান দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ।

জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবির শুটিং করেছেন শাহরুখ খান। ২০২১ সালে ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়। মাসখানেক আগে আবারো ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা আছেন। সূত্রের খবর, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা বিজয়কে।

এর মধ্যেই ‘জওয়ান’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। তাতে চমকে দেন বলিউড বাদশা। মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে তাকে। শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। এমনই অভিযোগ প্রযোজক মানিকমের। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘পেরারাসু’ এবং সেই ছবির স্বত্ব তার কাছেই রয়েছে বলে দাবি তামিল প্রযোজকের।

উল্লেখ্য, অ্যাকশন ক্রাইম ছবি ‘পেরারাসু’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়কান্ত। এদিকে ‘জওয়ান’ সিনেমাতেও শাহরুখের ডাবল রোল। তাই মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিল। নভেম্বর মাসের ৭ তারিখের পর এ বিষয়ে তদন্ত শুরু করবে তারা।

গত বুধবারই ৫৭ বছরে পা দিয়েছেন শাহরুখ। তা নিয়ে বিস্তর উন্মাদনা দেখা গেছে অনুরাগীদের মধ্যে। সেই রেশ এখনো রয়েছে। এমন পরিস্থিতিতেই ‘জওয়ান’ সিনেমার খবরটি প্রকাশ্যে এলো। এ বিষয়ে অবশ্য শাহরুখ বা পরিচালক অ্যাটলির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। শনিবার অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দেন শাহরুখ। সেখানে নিজের কামব্যাক ছবি ‘পাঠান’ নিয়েই কথা বলেছেন কিং খান। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম: ফারুকী

ওষুধ নেই, চিকিৎসা থেকে বঞ্চিত কয়েক লাখ মানুষ

স্থগিত কমিটি বহাল দাবি, সিরাজগঞ্জে আজও বন্ধ ট্রেন

রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০৭

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরব কি সত্যিই শক্ত অবস্থানে?

নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার

অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ

বরগুনায় বাসের ধাক্কায় উল্টে গেলো মাহিন্দ্রা, নিহত ৩