বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলা হবে, কিন্তু কে খেলবে: আ.লীগকে প্রশ্ন আমীর খসরুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ যখন সংকটময় সময় পার করছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে খেলা হবে, কিন্তু কে খেলবে?’

আজ শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ প্রশ্ন তোলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ তৃতীয় বিভাগের দল এবং বিএনপি প্রথম বিভাগের দল। আগে আপনারা পদত্যাগ করুন, তারপর খেলা হবে ।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণসমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালের মানুষ বিপ্লব ঘটিয়েছেন। আজ প্রমাণ হয়েছে যে, বিএনপি নেতাকর্মীদের কোনো সমাবেশে অংশ নিতে কোনো পরিবহনের দরকার পড়ে না।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘সব প্রতিকূলতা উপেক্ষা করে দলের নেতাকর্মীরা যেভাবে সমাবেশে যোগ দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান অবৈধ সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মানুষ ইতোমধ্যে সরকারকে লাল কার্ড দেখিয়েছে, আমরা ক্ষমতায় যেতে চাই না, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’

অপর ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘সরকার ক্ষমতাচ্যুত না হলে দুর্ভিক্ষ ঠেকানো যাবে না। দেশের মানুষ জেগে উঠেছে। আগামী ১০ ডিসেম্বর সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।’

আজ জোহরের নামাজের আগেই বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চে উপস্থিত হন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান ও বেগম সেলিমা রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।