এক ঢাই মাছের দাম ২৪ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ৭ কেজি ওজনের বিলুপ্ত জাতের একটি ঢাই মাছ। আজ দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নাটু হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮শ টাকায় মাছটি কেনেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। আর ঢাই মাছ আরও সুস্বাদু। এ মাছ খুব একটা ধরা পড়ে না। দুপুরে দৌলতদিয়ার আনোয়ার সরদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনেছেন। এখন কেজি প্রতি সামান্য লাভে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন।