শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের টিভিতে সিরিয়াল দেখাতে চায় রাশিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টেলিভিশনে রুশ সিরিয়াল দেখাতে প্রস্তাব দিয়েছে রাশিয়া। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রাণালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির এ প্রস্তাব দেন।

এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য। প্রথমত খবর আদান-প্রদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মধ্যে একটি সমঝোতা সই হয়েছিল। সেই সমঝোতাকে একটি চুক্তিতে রূপ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এরপর সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের সঙ্গেও বাসসের সংবাদ আদান-প্রদানের প্রস্তাব দেন তিনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় তিনি আলোচনা করেছেন, আমাদের দেশে অনেক দেশের সিরিয়াল চলে। বিভিন্ন টেলিভিশনে তা দেখানো হয়। এখন রাশিয়ার সিরিয়াল দেখানো যায় কিনা এটাও বলেছেন তিনি। কারণ এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ, আকাশ সংস্কৃতির যুগ। আমি বলেছি, আপনারা সেটা প্রাইভেট টেলিভিশনগুলোর কাছে প্রস্তাব রাখতে পারেন। কারণ প্রাইভেট টেলিভিশনগুলো তো নিজেরাই সিদ্ধান্ত নেয়। প্রস্তাব রাখলে তারা যদি আগ্রহী হয় সেক্ষেত্রে তা হতে পারে। তবে আমরা একটির বেশি বিদেশি সিরিয়াল কাউকে দেখাতে দেই না। একইসময়ে শুধু একটিই দেখাতে পারবে।’

তিনি বলেন, ‘বৈঠকে সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে আগে রাশিয়া থেকে বহু সাংস্কৃতিক দল আসত। আগের তুলনায় এখন কম আসে। এটা নিয়েও কথা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ