বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের মাটিতে আবারও মার্কিন সেনারা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মাটিতে আবারও প্রবেশ করেছে মার্কিন সেনারা। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পাঠানো অস্ত্র বিতরণের বিষয়টি পর্যবেক্ষণ করতে মার্কিন সেনারা ইউক্রেনে এমনটাই বলছেন একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও সিনিয়র মার্কিন সেনা কর্মকর্তা।

বার্তা সংস্থা এপি, টেলিভিশন চ্যানেল এনবিসি এবং পেন্টাগন প্রেস এই তথ্য প্রকাশ করে।

ইউক্রেনে মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল গ্যারিক হারমনের নেতৃত্বে মার্কিন সেনারা ইউক্রেনে কাজ করছে।

পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘মার্কিন সেনারা এরই মধ্যে বেশ কয়েকটি পরিদর্শনের কাজ শেষ করেছেন। তবে ইউক্রেনের কোন কোন এলাকায় তারা অস্ত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করছে তা জানা যায়নি। যুদ্ধের কাছাকাছি এলাকায় তারা অস্ত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করছে না।’

গত ২৪ ফেব্রুয়ারির আগে আমেরিকা বা ন্যাটোর পাঠানো সমস্ত অস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে মার্কিন সেনারা দেখাশোনা করতো। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েকদিন আগে মার্কিন সেনাদের ইউক্রেন থেকে প্রত্যাহার করা হয়। আবার নতুন করে মার্কিন সেনারা ইউক্রেনে অস্ত্র বিতরণ পর্যবেক্ষণ করছে। তবে কতজন মার্কিন সেনা ইউক্রেনে গেছেন তা এখনো পরিষ্কার নয়।