শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ১৪১ জন নিহতের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল।

ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নদীর ওপর নির্মিত সেতুটি পাঁচ দিন আগে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেতুর ওপর দাঁড়িয়ে কী ভাবে লাফালাফি করছেন অনেকে। এরপরেই নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

এনডিটিভি জানিয়েছে, সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর চলাচলের জন্য খোলা দেওয়া হয়।

এ ঘটনার পর জরুরিভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার সময় তিনি গুজরাটেই ছিলেন।

সেতু ছিঁড়ে পড়ার পর জরুরি কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় লোকজনও। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।