শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পরিবহন ধর্মঘটে বাধ্য করেছে, দাবি বিএনপিপন্থি পরিবহন মালিকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট নিয়ে মুখ খুলেছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের একাংশের নেতারা।

তারা বলেছেন, এই ধর্মঘটের সঙ্গে নেই তারা। তাদের সিদ্ধান্তে ধর্মঘট হচ্ছে না। সরকার ও প্রশাসন চাপ দিয়ে এই ধর্মঘটের ঘটনা সৃষ্টি করছে। মালিক ও শ্রমিকের নাম দিয়ে ধর্মঘটের কথা বলা হলেও এর সঙ্গে সরকারই সম্পৃক্ত। আর এ ধর্মঘটের মাশুল দিতে হচ্ছে গরিব শ্রমিকদের।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার (২৮ অক্টোবর) দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার মতো রংপুরে জোরপূর্বক পরিবহন ধর্মঘট মালিক ও শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট কোনো বিষয়ে নয়। আওয়ামী লীগ সরকার ও প্রশাসন চাপ দিয়ে মালিকদের নামে এটা করাচ্ছে। গণবিরোধী সরকার চক্রান্তমূলকভাবে পরিবহন মালিকদের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সরকার পরিবহন মালিকদের ভাবমর্যাদা যেমন ক্ষুণ্ণ করেছে, তেমনি মালিকদের বিপদের মুখে ফেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘মূলত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক পরিবহন বন্ধ রাখছেন, যাতে ওই সব সমাবেশে বিএনপির লোকজন কম আসে। সরকারের ইন্ধনে এই ধর্মঘটে তাদের লোকসান হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির কারণে তাদেরও রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকরা কষ্টে আছেন। আমাদের ফেডারেশনে ‘দল যার যার, পরিবহন মালিক এক কাতার’ স্লোগান রয়েছে। তাই ইচ্ছা করলেও আওয়ামী লীগ সমর্থিত পরিবহন মালিকরাও এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না।’

শিমুল বিশ্বাস বলেন, ‘পরিবহন শ্রমিকরা ফোন করে তাদের কষ্টের কথা জানাচ্ছেন। বলছেন, লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য পেশার মানুষের মতো পরিবহন শ্রমিকদেরও কষ্টে দিন কাটছে। এক দিনের ধর্মঘট করলে তাদের পেটে খাবার জোটে না। এভাবে চলতে পারে না। তারা পরিবহন ধর্মঘট পরিহার করার জন্য অনুরোধ জানাচ্ছেন।’

এদিকে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ করে বলেন, ‘বিএনপি জনস্বার্থে আন্দোলন করছে। তাই জনগণের দাবি আদায়ের এ আন্দোলনের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। পরিবহন ধর্মঘট থেকে সরে আসেন। পরিবহন ধর্মঘট ডাকলে শুধু আমাদেরই সমস্যা হয় না, সাধারণ মানুষ, চাকরিজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কষ্ট হয়। গণমাধ্যমে এসব কষ্টের কথা উঠে আসছে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ‘সারাদেশে বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্যই সরকার পরিবহন ধর্মঘট করাতে বাধ্য করছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতারা চাপ দিয়ে এটা করাচ্ছেন। বিভিন্ন স্থানে এর প্রতিবাদ হচ্ছে। কিন্তু সরকারের কারণে তারা এটা এড়াতে পারছেন না। তাদের সভাপতি মো. শাজাহান খান যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী। সম্প্রতি তিনিও বলেছেন, এই ধর্মঘটের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।’

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশের দু’দিন আগে গণপরিবহনের ধর্মঘট ডাকা হয়। এ নিয়ে গণমাধ্যমে খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস বলেছেন, ‘মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগ পরিবহন মালিকের ইন্ধনে এই ধর্মঘট ডাকা হয়েছে। এই অঘোষিত ধর্মঘটের সঙ্গে মালিক কিংবা শ্রমিক সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’

একইভাবে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নুরে আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের আজ্ঞাবহ বরিশাল জেলা বাস মালিক সমিতি ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ না করে তিনি জানান, তাদের অজান্তে এবং আলোচনা ছাড়াই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট