শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে এখনও জনপ্রিয় হচ্ছে না হকি

news-image

ক্রীড়া ডেস্ক : উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বি। খেলা হলেও এটা এখন প্রায় শিল্পের পর্যায়ে। ক্রিকেটার হিসেবে একটু নাম-ডাক হলেই খ্যাতির পাশাপাশি চলে আসে আর্থিক স্বচ্ছলতাও। ফুটবলারদেরও আয়ের খাত অনেক বেড়েছে। তবে বাংলাদেশ কিংবা উপমহাদেশে হকির জনপ্রিয়তা এখনও বাড়েনি। আগামী ২০ বছরে নাকি এই খেলার জনপ্রিয়তার মান বর্তমান অবস্থা থেকেও তলানিতে ঠেকবে।

দেশের ক্রীড়াঙ্গনে হকির জনপ্রিয়তা বাড়াতে একদিন পরেই শুরু হচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। হকি চ্যাম্পিয়নস ট্রফির দল মোনার্ক পদ্মার পরামর্শক হিসেবে এসেছেন ‘হকির ম্যারাডোনা’ হিসেবে খ্যাত শাহবাজ খান। দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন হকির জনিপ্রয়তা বাড়ছে না এ নিয়ে কথা বলেছেন এই পাকিস্তানি।

হকি এখনো আধা পেশাদারি খেলা হিসেবেই রয়ে গেছে। এ কথা বলে শাহবাজ যোগ করেন, ‘ক্রিকেট একটা শিল্প এখন। দুই বছর ক্রিকেট খেললে আপনি গাড়ি, বাড়ি করতে পারবেন। অথচ দেখুন ১৯৯০ সালে বিশ্বকাপ খেলার পর আমাকে পাকিস্তান হকি ফেডারেশন মাত্র ২ হাজার টাকা দেয়। যে কারণে তরুণেরা হকির প্রতি আগ্রহী হচ্ছে না। হকির সরঞ্জামের অনেক দাম। আগামী ২০ বছরেও এই অবস্থার বদল হবে না। অবস্থা আরও খারাপ হবে।’

ইউরোপের খেলোয়াড়েরা শিক্ষিত। উপমহাদেশে কম শিক্ষিত। ফলে আপনি ম্যাচ পরিকল্পনা ভালোভাবে বুঝবেন না বলেন শাহবাজ। তবে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ আগের মতোই আছে মনে করেন শাহবাজ, ‘এই জায়গায় বদল আসেনি। ভারত-পাকিস্তান হকি ম্যাচ মানে এখনো যুদ্ধ, যুদ্ধ ভাব। ভারতে হকির বাজেট লাল লাখ ডলার। ওডিশার মুখ্যমন্ত্রী বলেছেন, হকির উন্নয়নে সব করবেন। পাকিস্তানে এটা নেই। স্কুল থেকে খেলাটা সরে গেছে। দুটি জাতিই ক্রিকেট নিয়েই আসলে ব্যস্ত।’

চোখ ফেরান বাইরের দুনিয়ায়। বলেন, আর্জেন্টিনা ৫-৬ হাজার খেলোয়াড় আছে, দেশটি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে। বেলজিয়াম ১০-১২ বছর আগে কিছুই ছিল না। তারা অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অবকাঠামো, ক্লাব সবই হয়েছে হকির কল্যাণে। হল্যান্ড সব সময় সেরা চারে থাকে। সেখানে শাহবাজ ৪ বছর খেলেন। হল্যান্ডে জনপ্রিয়তায় ফুটবলেরও আগে হকি। জার্মানিতে ফুটবল এক নম্বর, তবে অনেক ছেলেমেয়ে হকি খেলে। পোল্যান্ডে খেলে। অস্ট্রেলিয়ার হকি নিয়ে দারুণ পরিকল্পনা আছে। কিন্তু হকি আজও পেশাদার খেলা হতে পারল না।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট