শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের বানানো উইকেটই বুঝতে পারেনি টাইগ্রেসরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ খেলা হয় সিলেটে। এই মাঠ বাংলাদেশ নারী ক্রিকেটারদের কাছে তাই ঘর-দুয়ারের মতোই চেনা। তাই তো ম্যাচ জিততে চেয়েছিলেন স্পিনারদের দিয়েই। কিন্তু তাদের কৌশলে নিগারদের হারিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করায় সমর্থকদের কণ্ঠে হাহাকার শোনা গেছে। কিন্তু টস জিতলে নাকি বাংলাদেশ ব্যাটিংয়েই নামত আগে। যদিও ম্যাচ হারের পর জানান উইকেট বুঝতে ভুল হয়েছিল তাদের।

সকালে টস হেরে যাওয়ার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘টস জিতলেও আগে ব্যাটিং করতাম আমরা।’ ম্যাচ শেষেও এমন ভাবনার কারণ জানতে চাওয়া হয় তার কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভেবেছিলাম উইকেট ব্যাট করার জন্য বেশ ভালোই হবে। কিন্তু নেমে দেখি বল থেমে আসছে, টার্ন করছে, নিচুও হচ্ছে।’

এবারের মেয়েদের এশিয়া কাপের প্রথম পাঁচ দিনে নয় ম্যাচ রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। এই মাঠের উইকেট প্রতিদিন সকালেই সুবিধা দিচ্ছে স্পিনারদের। এদিন খেলা হয় ছয় নম্বর উইকেটে। তাতে ধুঁকতে ধুঁকতে বাংলাদেশ করতে পারে ৭০ রান। ৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

এদিন দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন সালমা। তার মূল যে ভূমিকা সেখানে তিনি ব্যর্থ। ৪ ওভারে দেন ২৭ রান। ম্যাচ শেষে কথা বলতে এসে অভিজ্ঞ এই ক্রিকেটার জানান, উইকেটটি ছিল ভিন্ন। উইকেটের কারণে তালগোল পাকিয়েছে ব্যাটিং, ‘উইকেটটা আলাদা ছিল। অনেক টার্ন হয়েছে। আগের ম্যাচে কিন্তু এমন ছিল না। এই কারণে ব্যাটাররা একটু বিট হয়েছে। প্রথম ওভারেই একটা উইকেট পড়ে গিয়েছি যে কারণে চাপটা আরও বেড়ে গিয়েছে।’

এমনিতে সকাল বেলা টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করা হয় কঠিন। তারমধ্যে মন্থর ও টার্নিং উইকেটে আগে ব্যাট করার ভাবনা কেন ছিল দলের? জানতে চাইলে সালমা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ঠিকই, তবে তাতে আড়াল থাকেনি তাদের পরিকল্পনায় গোলমাল লাগার কথা, ‘আসলে অধিনায়কের কী সিদ্ধান্ত ছিল এটা আমি জানি না। হয়তো অধিনায়ক, কোচ, ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে। আসলে আলাদা উইকেটে আলাদা ম্যাচ হয়েছে। আর আজকের দিনটা হয়তো ওদের ছিল।’

উইকেট বুঝতে ভুল করার কারণে ব্যাটিং অ্যাপ্রোচেও প্রভাব রেখেছে। শুরুতে মেরে খেলার অ্যাপ্রোচে ব্যাট ঘুরিয়ে ব্যর্থ হয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই উইকেটে কত রান আদর্শ হবে সেই চিন্তা দেখা যায়নি দলের।

 

এ জাতীয় আরও খবর