বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুড়ের বস্তায় ২ কেজি স্বর্ণ

news-image

চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গুড়ের বস্তায় আনা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। আজ রোববার ভোরে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১৫৮ গ্রাম।

জানা গেছে, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে স্বর্ণ আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। টেকনাফের বরইতলী এলাকা দিয়ে বস্তা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে থামার নির্দেশ দেন কর্মকর্তারা। এ সময় ওই ব্যক্তি বস্তা রেখে পালিয়ে যান। পরে ওই বস্তায় থাকা গুড়ের ভেতরে ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম চাকমা আমাদের সময়কে এসব তথ্য জানিয়েছেন।