বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছে

news-image

অনলাইন ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রানির কফিন ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নেওয়া হয়েছে।

তার রাষ্ট্রীয় শেষকৃত্য ওয়েস্টমিনস্টার অ্যাবিতে স্থানীয় সময় ১১টার দিকে শুরু হবে, দুই হাজার মানুষ এতে অংশ নেবেন।

রাজধানীর রাস্তাজুড়ে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার মানুষ। শেষকৃত্যের আগে রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার ও তার পরিবারের প্রতি এতো জনসমর্থন দেখে তিনি অভিভূত।

অ্যাবি থেকে রানির মরদেহ নিয়ে শোক মিছিল মধ্য লন্ডনের হাইড পার্ক কর্নারে নিয়ে যাওয়া হবে। এরপর উইন্ডসর দুর্গে নিয়ে যাওয়া হবে রানির মরদেহ।

যে গান ক্যারেজে করে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে, তার সমৃদ্ধ ইতিহাস রয়েছে।

এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর মধ্যেই রাজনীতিকরা অ্যাবিতে প্রবেশ করে আসন গ্রহণ করতে শুরু করেছেন।

কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন।

যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন।

উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেয়ার ব্যারিয়ার দেয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

 

যেভাবে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান হবে

লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্টমিনস্টার হলে রানির রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত অবস্থা শেষ হয়েছে। সকাল পৌনে এগারোটা নাগাদ শেষকৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

রানিকে শ্রদ্ধা জানানোর জন্য যারা সারারাত ধরে অপেক্ষা করেছেন, তাদের কেউ কেউ ক্যাম্প করে অবস্থান করেছিলেন।

ক্যাম্প করে যারা অপেক্ষা করেছেন, তাদের মধ্যে ৭৯ বছর বয়সী ডেভিড যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে এসেছেন। যুক্তরাজ্যে তার জন্ম হয়েছিল। রানির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ১৪ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের ৫০০ জনের বেশি রাষ্ট্র বা সরকার প্রধান এবং বিদেশি নেতারা অংশ নিতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার এ জন্য লন্ডন এসেছেন। তিনি শোকবইয়ে স্বাক্ষর করেছেন এবং ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানিতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। আরো থাকবেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার, ইতালির প্রেসিডেন্ট সের্গেও মাটারেল্যান্ড এবং আইরিশ তাইওশেক মাইকেল মার্টিন।

কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের নেতারা গত সপ্তাহেই লন্ডনে এসেছেন। তাদের মধ্যে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার