বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

news-image

অনলাইন ডেস্ক : আবহাওয়ার এই সময়ে একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ জন্য সচেতনতা প্রয়োজন আরও বেশি। বারান্দা বা আঙিনা সবসময় পরিষ্কার রাখবেন। ভাঙা টব বা কোনও পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। পাশাপাশি কিছু ঘরোয়া টিপস অনুসরণ করতে পারেন মশার উপদ্রব কমাতে। আসুন জেনে নিই-

* ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া গন্ধে মশা দূর হবে। চাইলে কয়েক টুকরো কর্পূর জ্বালিয়ে নিতে পারেন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়বে শক্তিশালী গন্ধ।

* মশার উৎপাত বেড়ে ওঠা থামাতে সক্ষম কফির গুঁড়া। তাই বাগানে কফির গুঁড়া ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।

* কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙিনায় বা ঘরের ভেতর।

* লেমনগ্রাস অয়েল ত্বকে লাগালে মশা কামড়াবে না।

* রসুনের রস মিশ্রিত পানি বাগানে স্প্রে করে দিলে মশার উপদ্রব কমবে।

* নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘণ্টা পর্যন্ত মশা বসে না। আবার নিম পাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।

* মশা দূর করার জন্য নারিকেলের খোসার আঁশ পোড়াতে পারেন।