শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধান শিক্ষিকাকে নিয়ে টিকটক করায় সহকর্মীকে কান ধরে ওঠবস

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান শিক্ষিকাকে নিয়ে টিকটক ভিডিও তৈরি করায় রাজশাহীর একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর আগে গতকাল বুধবার সকালে পবা উপজেলার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, অসাবধানতাবশত একটি টিকটক ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টের মাই ডে’তে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা ফেরদৌসী সহকর্মীকে কান ধরে ওঠবস করিয়েছেন। ঘটনার সময় স্কুলের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী বলেন, ‘ওই শিক্ষিকা দীর্ঘ দিন ধরে আমাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। অন্য মেয়ের শরীরে আমার মাথা লাগিয়ে দেয়। এ নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও শোনেনি। চার দিন আগে সর্বশেষ যে ভিডিওটা ফেসবুকে দেওয়া হয়, সেটাতে নাচানাচি করা একটা মেয়ের শরীরে আমার মাথা লাগানো হয়। পাশে অন্য পুরুষ দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে তিনি এসব বানাতে পারেন না।’

নাজমা ফেরদৌসী আরও বলেন, ‘ওই শিক্ষিকার স্বামী মারা গেছেন। তাই তাকে সমীহ করি। কিন্তু তার অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়ে। এ কারণে ডেকে একটু বকাবকি করেছি। কান ধরে ওঠবস করানোর অভিযোগ একেবারে বানোয়াট। তিনি যেহেতু বড় অপরাধে ফেঁসে যাচ্ছেন, সেটা থেকে বাঁচতে আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।’

পবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষিকা বুধবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করিয়েছি। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে আগামী রোববার বসব। তখন বিস্তারিত বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘স্কুলটিতে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব আছে। ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগে লিখেছেন যে তাকে কান ধরে ওঠবস করানো হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে একেবারেই ঠিক হয়নি। আবার একজন শিক্ষিকা প্রধান শিক্ষককে নিয়ে টিকটক বানাবেন, এটাও গ্রহণযোগ্য নয়।’

তবে এ বিষয়ে এখনও অবগত নন বলে জানান রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম। তিনি বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। আমার কাছে লিখিত অভিযোগও আসেনি। এ রকম কোনও ঘটনা ঘটে থাকলে খোঁজ নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা