বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল সভাপতির ভিডিও ভাইরাল নিয়ে যা বললেন সম্পাদক

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিপফেক এডিট টেকনোলজি’ ব্যবহারের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ভিডিও ভাইরাল করে তার চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আজ মঙ্গলবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতির চরিত্র হননের অপচেষ্টা ‘নিকৃষ্ট কর্মকাণ্ড’ উল্লেখ করে জুয়েল বলেন, ‘ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। কেননা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রাজপথের পরীক্ষিত নেতা। তার বিরুদ্ধে আওয়ামী গুজবচক্রের কোনও অপচেষ্টা সফল হবে না।’

তিনি বলেন, ‘ছাত্রদলের সভাপতির চেহারার মিল রেখে কোনও একজনের শরীরে মুখায়ব প্রতিস্থাপনের মধ্য দিয়ে ডিপফেইক এডিট টেকনোলজি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে ভারতের আর্শীবাদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর দেশজুড়ে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া ও গণধিক্কার চাপা দিতেই ছাত্রদল সভাপতির চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে, যা সাইবার ক্রাইম।’

তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের জনগণকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে যখন ছাত্রদলের নেতাকর্মীরা শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে ছাত্রসমাজকে সোচ্চার করার আন্দোলন বেগবান করে চলেছেন, ঠিক সেই সময়ে সাইবার ক্রাইমের মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত