বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসায় ফিরেছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা জানা যাবে মঙ্গলবার

news-image

অনলাইন প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে যেসব পরীক্ষা করা হলো, আগামীকাল (মঙ্গলবার) সেগুলোর রিপোর্ট পাওয়া যাবে এবং সেগুলো পর্যালোচনা করে ম্যাডামের শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

সোমবার (২২ আগস্ট) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজার’ সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়ার ইসিজি-ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে, কয়েকটি বাকি আছে। তিনি এখন বাসায় আছেন।

এর আগে বিকেল ৪টা ৩৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন খালেদা জিয়া। ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এজেএম জাহিদ বলেন, খালেদা জিয়া সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের কোনো না কোনো সদস্য প্রতিদিনই তার কাছে আসেন। তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যখন যে চিকিৎসা দরকার সেটা দিচ্ছেন।

তিনি আরও বলেন, তার মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা হওয়া দরকার, আগেও সেই দাবি জানানো হয়েছে। গত পরশু মেডিকেল বোর্ড সে কথা বলেছে, তার দেশের বাইরে উন্নত চিকিৎসা দরকার।

এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন, ঢাকা মহানগর বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপির ফলুল হক মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা কামরুজ্জামান রতন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার