বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে অপহরণের শিকার

news-image

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে অপহরণের শিকার
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থেকে অপহৃত একজন ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন-হাছনারা, অঞ্জনা ভূঁইয়া, মতিউর রহমান, নাজমুল হুদা, সরদার নজরুল ইসলাম, সাব্বির মিয়া, মোছা. জান্নাত ও মোছা. জামিলা ওরফে নুসরাত।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী একজন ভুক্তভোগীকে আটক করে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মারধর এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি দল রোববার সকাল ৬টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ঘটনায় জড়িত অপহরণ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে পরিচয় সূত্রে হাছনারার সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দেখা করার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় ডেকে নিয়ে যান ভুক্তভোগীকে। পরে কৌশলে তাকে হাছনারার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ ছাড়া আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মেরে ফেলার হুমকি দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোজাম্মেল হক বলেন, চক্রটি ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্যতা তৈরি পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর দেখা করার কথা বলে বাসায় নিয়ে মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, এই চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে র‌্যাব-৪ কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থেকে অপহৃত একজন ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন-হাছনারা, অঞ্জনা ভূঁইয়া, মতিউর রহমান, নাজমুল হুদা, সরদার নজরুল ইসলাম, সাব্বির মিয়া, মোছা. জান্নাত ও মোছা. জামিলা ওরফে নুসরাত।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী একজন ভুক্তভোগীকে আটক করে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মারধর এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি দল রোববার সকাল ৬টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ঘটনায় জড়িত অপহরণ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে পরিচয় সূত্রে হাছনারার সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দেখা করার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় ডেকে নিয়ে যান ভুক্তভোগীকে। পরে কৌশলে তাকে হাছনারার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ ছাড়া আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মেরে ফেলার হুমকি দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোজাম্মেল হক বলেন, চক্রটি ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্যতা তৈরি পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর দেখা করার কথা বলে বাসায় নিয়ে মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, এই চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে র‌্যাব-৪ কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার