বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্লীলতাহানির অপমান সইতে না পেরে কিশোরীর গলায় ফাঁস

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রামে বখাটের অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে মিষ্টি আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সকালের দিকে ভুরুঙ্গামারী উপজেলায় এ ঘটনা ঘটে।

মিষ্টি আক্তার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার মুকুল হোসেনের মেয়ে।

কিশোরীর মামা আদম আলী বলেন, ‘মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করত। গত তিন-চার দিন আগে পাশের বাড়ির আছর উদ্দিনের বখাটে ছেলে নাঈম সরকার (২০) আমার ভাগ্নি মিষ্টির ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার সোহরাব আলীকে জানালে তিনি মীমাংসার জন্য একটি বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মেম্বার সাহেব আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকে নাঈমের পরিবার আইনি পদক্ষেপ না নিতে আমার ভাগ্নিকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানাভাবে ভয়ভীতি দেখাত ও গালাগালি করত।’

আদম আলী বলেন, ‘আজকে সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি বাড়ি থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে। লাঠি দিয়ে মারার চেষ্টাও করে। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিষ্টি আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে নাঈম এর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।’

ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, ‘আগের শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে কোনো সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আজ কিশোরীর মৃত্যুর খবর শুনলাম।’

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘মৃত কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫