বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া, ভোলায় লঞ্চ চলাচল বন্ধ

news-image

ভোলা উত্তর প্রতিনিধি : তৃতীয় দিনের মতো ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এদিকে, সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে নদী ও সাগর মোহনা উত্তাল। সকাল থেকে থেমে ভারী বর্ষণও হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১০ নটিক্যাল। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিটিএ)।