বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিনজো আবের মৃত্যুতে ভারতে জাতীয় শোক ঘোষণা মোদীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বন্ধু শিনজো আবেকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের এই সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার (৯ জুলাই) এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মোদী। শিনজোর মৃত্যুর পর এক টুইট বার্তায় এ ঘোষণা দেন তিনি।

আবে সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রিয় বন্ধুর প্রয়াণে আমি মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্য নেতা ও অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও টুইটারে তুলে ধরেছেন মোদী। লিখেছেন, আবের সঙ্গে আমার যোগাযোগ বহু বছর ধরে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে আলাপ হয়েছিল। তারপর থেকে সেই বন্ধুত্ব বজায় ছিল। অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে আবের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, যা আমার ওপর গভীর ছাপ ফেলেছে।

jagonews24

মোদী আরও লিখেছেন, আমার সাম্প্রতিক জাপান সফরেও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বুদ্ধিমান ছিলেন। আবের পরিবার ও জাপানের মানুষের প্রতি সমবেদনা। ভারত-জাপান সম্পর্ক মজবুত করতে শিনজোর অপরিসীম অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তিনি।

এর আগে জানানো হয়, দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান ও আহত হন। সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

 

এ জাতীয় আরও খবর

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র : লু