মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহাদাত হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর মাইজদী পৌর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাত হোসেন বেগমগঞ্জ উপজেলার চান মিয়া খন্দকার বাড়ির ছেলে।তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন থানায় মারামারি ও হত্যাচেষ্টার ঘটনায় চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি শাহাদাত গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে মাইজদী পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।