বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালে তরমুজ কেজি দরে বা বাড়তি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা এ বার্তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে-তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, কেটে বিক্রি করা যাবেনা; আড়তদাররা মূল্যতালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন। এরপরও কেউ সিন্ডিকেট করে তরমুজ কেজি দরে বা বাড়তি মূল্যে বিক্রি করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫