বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শিগগিরই ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাশিয়ার সঙ্গে আসন্ন সংঘাত মোকাবিলায় করণীয় নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপ করে ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানান ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

জেলেনস্কি বাইডেনকে বলেন, এই ধরনের পরিস্থিতি ইউক্রেনের অর্থনীতি ও জাতীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আমি নিশ্চিত যে আগামী দিনে আপনি কিয়েভে সফর করবেন। যা পরিস্থিতি স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আগমন তাৎপর্যপূর্ণ বার্তা দেবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণ নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েনের পর থেকেই পূর্ব ইউরোপে চরম উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলো সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ছোট একটা নোটিশেই রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। ফলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে ওই অঞ্চলে। তবে হামলার বিষয়টি নাকচ করে আসছে মস্কো।