বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়লো চার তুলার গুদাম

news-image

গাজীপুর প্রতিনিধি : একইদিনে পৃথক পৃথক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে গাজীপুরের চারটি তুলার গুদাম। গাজীপুর মহানগরের পূবাইল ও টঙ্গীর মিল গেইট এলাকায় পৃথক অগ্নিকান্ডে কয়েকটি তুলার গুদাম ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার স্টেশনের দমকল কর্মীরা গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১১জানুয়ারি) রাত আটটায় মিলগেইট তুসুকা গার্মেন্টস সংলগ্ন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের চারটি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের পূবাইল এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে থাকা তুলা ও অন্যান্য মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে মঙ্গলবার রাত ৭টার দিকে মিলগেইট এলাকার জনৈক বাশারের তুলার গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আরো দুইটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাত ১০টার দিকেও মিলগেইটে আগুন নেভানোর (ড্যাম্পিং) কাজ চলছিল। এখানে আগুনে দুইটি গুদাম পুরোপুরি এবং ওপর আরেকটি গুদামের আংশিক ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলগেইট এলাকার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে উভয় ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়