বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিস বলছে, নিহত দুজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ২২ বছর, অপরজনের আনুমানিক ৩০ বছর।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারানোয় এর নিচে চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন ছয়জন হলেন- ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), দেলোয়ার হোসেন (৪৭) ও রিহাদ (২৭)। এদের মধ্যে ইলিয়াসের অবস্থা গুরুতর।

এদিকে, ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার