বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে ধীর বোলিংয়ে ম্যাচেই শাস্তির ব্যবস্থা করল আইসিসি

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটে নতুন এক শাস্তি প্রণয়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এতদিন ধরে টেস্ট ও ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তির বিধান ছিল।

এবার টি-টোয়েন্টিতেও এই শাস্তি দিতে যাচ্ছে আইসিসি। স্লো-ওভার বা ধীর বোলিং করলে এখন থেকে ম্যাচ চলাকালেই শাস্তি ও জরিমানা পেতে হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে ১৩.৮ ধারায় স্লো ওভার রেটের শাস্তির এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টিতে এখন থেকে ম্যাচ চলাকালে কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে না পারলে বা নির্ধারিত সময়ে ওভার শুরু করতে না পারলে পেনাল্টি বা শাস্তি দেওয়া হবে।

এ ক্ষেত্রে বিষয়টি ফিল্ডিং দলের অধিনায়ককে অবগত করবেন আম্পায়ার। শাস্তি অনুযায়ী, ইনিংসের বাকি সময়জুড়ে যে ক’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার কথা, তারচে’ একজন ফিল্ডার কম রাখতে হবে।

এই নিয়মের প্রচলন হবে আগামী ১৬ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। কেবল পুরুষদের টি-টোয়েন্টিতে নয়, নারী টি-টোয়েন্টিতেও এই নিয়ম প্রযোজ্য হবে।