বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিতু হত্যাকাণ্ড: নতুন তদন্ত কর্মকর্তা ওমর ফারুক

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পড়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। এর আগে পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমার পর কিছু দিনের জন্য অপর পরিদর্শক মহিউদ্দীন মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি বলেন, আগের মামলার তদন্ত কর্মকর্তার পদোন্নতি জনিত কারণে ওমর ফারুককে মিতু হত্যায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আবু জাফর মো. ওমর ফারুক আদালত থেকে কেইস ডকেট বুঝে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।

এর আগে পিবিআই থেকে সিএমপিতে আগের তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা বদলি হলে ২২ নভেম্বর মিতু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পান একেএম মহিউদ্দিন সেলিম। এর কদিনের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হন। এরপরই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে দায়িত্ব দেয়া হয়।

জানা গেছে, মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তার যে মামলাটি দায়ের করেছিলেন, সেটির তদন্ত শেষ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পিবিআই। কিন্তু আদালত চূড়ান্ত প্রতিবেদন না নিয়ে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। মিতুর বাবার করা মামলাটিও তদন্ত করছে পিবিআই।

 

এ জাতীয় আরও খবর

স্টেকহোল্ডারদের মতামতের পর চূড়ান্ত সুপারিশ

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

‘বুড়ির লজ্জা নেই’— বলে আক্রমণ ঋতুপর্ণাকে

আমাকে মোয়া বানানো হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে বললেন সেই হারুন

ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

আগামীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভারতে রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান: জামায়াত আমীর

নারী পুরুষের চুলের যত্নে লেবু