বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৫০ ফুট ভাঙলেই নদীগর্ভে বরিশাল বিমানবন্দর

news-image

গোলাম সাত্তার রনি
বরিশাল বিমানবন্দরের সীমানা প্রাচীর থেকে আর মাত্র ২৫০ ফুটের কাছাকাছি দূরত্বে আছে খরস্রোতা সুগন্ধা নদী। ফলে যে কোনো সময় পাড় ভেঙে বরিশাল বিমানবন্দরের জায়গা নদীগর্ভে বিলীন হতে শুরু করবে বলে আশঙ্কা করছেন অনেকে। ভাঙন থেকে রক্ষা করতে এরই মধ্যে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুর রহিম তালুকদার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়, বরিশাল বিমানবন্দরটি আড়িয়াল খাঁ নদীর শাখা সুগন্ধার কাছাকাছি অবস্থিত। বর্তমানে তীব্র স্রোতে সুগন্ধায় ভাঙন শুরু হয়েছে।

গত ২৮ অক্টোবর একটি বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে দেখেন, বিমানবন্দরের উত্তর প্রান্তের সীমানা প্রাচীর থেকে মাত্র ২৫০ ফুট দূরে নদী চলে এসেছে। এই ২৫০ ফুট জলাকীর্ণ নিম্নভূমি। ২০২০ সালের নভেম্বর মাসে বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে একটি ভিডিওচিত্র ধারণা করা হয়। তখন এই দূরত্ব পাওয়া গিয়েছিল ৪৫০ ফুট। অর্থাৎ গত এক বছরে ২০০ ফুট জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো নদী ভাঙন চলমান। তাই জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বিমানবন্দর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, নদী ভাঙন প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের। আমরা শিগগিরই পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেব, যাতে দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়। না হলে এই বিমানবন্দরটি রক্ষা করা খুব কঠিন হবে। আশা করছি, পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেবে।

জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে ইতোমধ্যে প্রায় এক হাজার ফুট জমি ও বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। আর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বরিশাল বিমানবন্দরের উত্তর প্রান্তের রানওয়ের বর্ধিতাংশের জমি চরম ভাঙন ঝুঁকির মুখে রয়েছে।

১৯৮৫ সালে ১৬৩ একর জমির ওপর বরিশাল বিমানবন্দর নির্মিত হয়। এর ১০ বছর পর ১৯৯৫ সালে এখানে বিমান চলাচল শুরু হয়। বর্তমানে বিমানবন্দরটিতে প্রতিদিন চারটি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। এ ছাড়া সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ বিমান এখানে উঠানামা করে।

 

এ জাতীয় আরও খবর

জেল থেকে ফ্রেমে, এক মাস পর…

ইতিহাসের এই দিনে ‘বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন’

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সৃষ্ট সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি

বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনের ৯৩% মামলাই মিথ্যা

নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই নারাজ: মির্জা ফখরুল

ইরানের বিশ্বাস, আরব প্রতিবেশীরা তাদের মাটি থেকে যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেবে না

আমি কখনো আওয়ামী লীগ করিনি, আদালত প্রাঙ্গণে বললেন বাবুল সরদার

আন্দোলনকারী-সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ইশরাকের

‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন লিটন

মেহেদী রাঙা হাতে আদালতে হাস্যোজ্জ্বল তুরিন আফরোজ