শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির কাছে বিচারকের বিরুদ্ধে নালিশ

news-image

আদালত প্রতিবেদক : ন্যায় বিচার না পাওয়া, বেআইনি কার্যক্রম ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক তাবাসছুম ইসলামের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ পাঠিয়েছেন এক আইনজীবী। অভিযোগকারী আইনজীবীর নাম মো. জাহিদুর রহমান মিয়া। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য।

এ আইনজীবী জানান, অভিযোগটি রেজিস্ট্রি ডাকযোগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলে বরারব পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযোগের অনুলিপি আইনমন্ত্রী, আইন সচিব ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগ সম্পর্কে এ আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকায় তিনি একটি মামলা পরিচালনা করেন। সে মামলায় চার্জ শুনানিতে আসামির অব্যাহতির আবেদনের বিষয়ে আংশিক বক্তব্য শ্রবন করে এবং দাখিলকৃত কাগজপত্র ও মামলার নথি ধরে না দেখেই চার্জগঠনের আদেশ প্রদান করেন। এ ছাড়া তিনিসহ অনেক আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করা, বেআইনি আদেশ প্রদান এবং আসামিদের জামিন স্থায়ী না করার অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা ন্যায় বিচার জন্য আদালতে আসেন। ন্যায় বিচার থেকে বঞ্চিত হলে অপর পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক অসমর্থতার কারণে সব বিচার প্রার্থীর সে সুযোগ থাকে না। তাই বিচারিক আদালতেই বিজ্ঞ বিচারক মহোদয়দের ন্যায় বিচার করার যোগ্য হওয়া প্রয়োজন। বিচারকদের আচরণ বিধিতে রয়েছে যে, ‘বিচারককে আইনজীবী এবং বিচারপ্রার্থী জনগণের প্রতি ধৈর্যশীল হবেন এবং সম্মানজনক আচরন প্রদর্শন করবে।’ কিন্তু উক্ত বিচারক মহোদয়ের মধ্যে উল্লেখিত নীতিমালা একেবারেই পরিলক্ষিত হয় না।

 

এ জাতীয় আরও খবর

‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন : এলাকায় তোলপাড়!

বাঞ্ছারামপুরে নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে ২১ দিনের এতেকাফের সাধনায় রফিকুল!!

আল্লুকে রক্ষায় মাঠে নেমেছেন বাবা

জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে বোনের বাড়িতে সালমান

সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি

শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই

গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর