শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার বিআরটিএ ভবনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : বাসে হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৯ দফা দাবি আদায়ে আজ সোমবার টানা পঞ্চম দিনের মতো রাজধানীর সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আজ বেলা ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। তবে আধাঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ দেখায় কাছাকাছি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনে যে ৯ দফা দাবি ছিল, সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম ছাত্র নাঈমের মৃত্যুর পর সেই একই দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়।

নীলক্ষেত মোড়ে বিক্ষোভের সময় একজন শিক্ষার্থী হ্যান্ডমাইকে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ ভবনে অবস্থান ধর্মঘট পালন করব। যদি তারা অফিস টাইমের ভেতরে প্রজ্ঞাপন জারি না করে, তবে সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সবাইকে জানিয়ে দেব।’

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বলেন, ‘কলেজের কিছু শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে এসেছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এরপর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে জানান নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ুম।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এরপর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মধ্যে, গত বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর সেই আন্দোলন আরও গতি পায়।

 

এ জাতীয় আরও খবর

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি