শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার বিআরটিএ ভবনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : বাসে হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৯ দফা দাবি আদায়ে আজ সোমবার টানা পঞ্চম দিনের মতো রাজধানীর সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আজ বেলা ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। তবে আধাঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ দেখায় কাছাকাছি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনে যে ৯ দফা দাবি ছিল, সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম ছাত্র নাঈমের মৃত্যুর পর সেই একই দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়।

নীলক্ষেত মোড়ে বিক্ষোভের সময় একজন শিক্ষার্থী হ্যান্ডমাইকে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ ভবনে অবস্থান ধর্মঘট পালন করব। যদি তারা অফিস টাইমের ভেতরে প্রজ্ঞাপন জারি না করে, তবে সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সবাইকে জানিয়ে দেব।’

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বলেন, ‘কলেজের কিছু শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে এসেছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এরপর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে জানান নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ুম।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এরপর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মধ্যে, গত বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর সেই আন্দোলন আরও গতি পায়।

 

এ জাতীয় আরও খবর

‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন : এলাকায় তোলপাড়!

বাঞ্ছারামপুরে নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে ২১ দিনের এতেকাফের সাধনায় রফিকুল!!

আল্লুকে রক্ষায় মাঠে নেমেছেন বাবা

জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে বোনের বাড়িতে সালমান

সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি

শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই

গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর