বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ধারী দুই মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-১৪ বিশেষ অভিযানে “৭১ বাংলা” টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকার থেকে ৮৭ কেজি গাঁজা ও হুইস্কিসহ দুই সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক প্রেসবিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ সদস্যরা।
এর আগে গোপন সংবাদের ভিওিতে বুধবার রাতে জেলার আশুগঞ্জ  এলাকায় অভিযানে  মাদকসহ আটকৃতরা হলেন, ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা মৃত মুহর আলী  মুন্সীর ছেলে মো: আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও ঐ এলাকার আবুল কাশেমের ছেলে মো: সোহান (২২)।
তারা আরও জানান, মাদক বিক্রির নগদ ৩০০০/টাকাসহ পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন। মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।