শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশ্যই গণআন্দোলনের মুখোমুখি হতে হবে সরকারকে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকারকে অবশ্যই গণ-আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির জাতীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমাদের নেত্রী যিনি আপোষহীনভাবে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থাবস্থা তিনি হাসপাতালে আছেন। তার দেশের বাইরে উন্নত চিকিৎসা করানোটা অত্যন্ত জরুরী। সেই অনুমতি পাওয়া যাচ্ছে না, সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। এই আলোচনা সভা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক, তাকে মুক্তি দেয়া হোক। তা না হলে এ সরকারের পতনের আন্দোলনের সামনে তাদেরকে অবশ্য দাঁড়াতে হবে।’

আসম আব্দুর রব বলেন, ‘আমাদেরকে বাঁচলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে। দেশের জনগণ আর দলীয় সরকার, দলীয় শাসন ও ব্যক্তি শাসন দেখতে চায় না। তারা জনগণের সরকার দেখতে চায়।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় বসবাস করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেলে এবং মৃত্যুপথ যাত্রী। দেশে মানুষের অধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, মানুষ আজকে বিক্ষুব্ধ। এর অবশ্যই একটা বিস্ফোরণ ঘটবে।’

দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে প্রত্যেককে মওলানা ভাসানী হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মওলানা ভাসানী যদি বেঁচে থাকতেন, তাহলে বলতেন খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দাও, তা না হলে অনশনে বসলাম। কিন্তু বাস্তবে ভাসানী নেই। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে আমাদের প্রত্যেককেই মওলানা ভাসানী হতে হবে।’

আলোচনা সভায় জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আরও বক্তব্য দেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘ডন’ খ্যাত এমপির ভাগিনা জনির জামিন : এলাকায় তোলপাড়!

বাঞ্ছারামপুরে নির্জন চরে ১০ ফিট গর্ত খুঁড়ে ২১ দিনের এতেকাফের সাধনায় রফিকুল!!

আল্লুকে রক্ষায় মাঠে নেমেছেন বাবা

জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে বোনের বাড়িতে সালমান

সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি

শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই

গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর